ডেস্ক রিপোর্ট: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা গোপনে হচ্ছে না। একই সঙ্গে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট দিয়ে শ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১০ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে রাষ্ট্রের চেয়ে বড় কারা আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) একটা ভূমিকা থাকা উচিৎ। আমরাও কাজ করছি। তাদের (আওয়ামী লীগ) এসব কর্মকাণ্ডে কেউ সাড়া দেয়নি। তা না হলে আজকে আওয়ামী লীগের আহ্বানে এতো বড় একটা কর্মসূচিতে শ্রমিকরা মিছিল নিয়ে আসতো। কেউতো আসেনি। দুই একটি কারখানায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করছি।
তাহলে আমাদের কি ষড়যন্ত্র তত্ত্ব থেকে মুক্তি নেই? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ষড়যন্ত্রের তত্ত্ব এক জিনিস আর বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দেশের বাইরে বসে বসে পোস্ট করে, শ্রমিকদের উসকে দিচ্ছে সেটা আপনারা দেখে থাকবেন। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা তো গোপনে হচ্ছে না। পাবলিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাটাতে আর কারচুপি হবে না। ভূয়া উন্নয়নে আমরা বিশ্বাস করি না। আমরা কি অবস্থায় আছি সেটা আমরা আপনাদের দেখাবো। আমাদের পরিসংখ্যান যে বিভাগ আছে তাদের প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন, যেটা ফ্যাক্ট সেটাই যেন দেখানো হয়। বাড়িয়ে উন্নয়ন দেখিয়ে জাতিকে স্বপ্নের মধ্যে রাখার কোনো মানে হয় না। আমরা যখন বাস্তবে আছি তখন আমাদের বাস্তবতার কথাগুলো বলতে হবে।