The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫

আ.লীগ কীভাবে নির্বাচন করেছে, তার উদাহরণ মেয়র শাহাদাত: ফখরুল

ডেস্ক রিপোর্ট: ডা. শাহাদাতের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কীভাবে নির্বাচন করেছে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ নভেম্বর) দুপুরে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর শাহাদাতসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশটাকেই ধ্বংস করেনি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে তারা তাদের মতো করে সাজিয়েছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আমাদের জয়ী প্রার্থীর ফলাফল তারা কেড়ে নিয়েছিল।’

তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে। জনগণের দুর্বার প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদ যেন চিরতরে নিমূল হয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে এই প্রত্যাশা করি।’

শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ চট্টগ্রাম বিএনপি মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.