ডেস্ক রিপোর্ট: ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়। তবে তার আইডিটি আগের মতো ভেরিফায়েড (ব্লু টিক) দেখা যায়নি। তবে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অন্যদের আইডি এখনও খুঁজে পাওয়া যায়নি।
এর আগে বুধবার বিকেল থেকে আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এই আইডি ছাড়াও আসিফ মাহমুদের ভেরিফায়েড একটি ফেসবুক পেজ রয়েছে। সেটি সারাক্ষণ সচল ছিল। ফিরে পাওয়া আইডিতে সর্বশেষ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১২টা ২৬ মিনিটে স্ট্যাটাস দেখা গেছে।