The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

সুইজারল্যান্ডের একটি বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে ও কাজী মোতাহের হোসেন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে আইন উপদেষ্টাকে হেনস্তার ঘটনাটি তদন্তসহ সুইজারল্যান্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারক ও ঢাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহজাহান সাজু বলেন, ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে যেভাবে হেনস্তা করা হয়েছে, এটি অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কাজ।যদি সুইজারল্যান্ডের কোনো নাগরিকের সঙ্গে বাংলাদেশে এমন হতো আপনাদের প্রতিক্রিয়া কেমন হতো?’ ঘটনার জন্য সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসকে দায়ী করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কাছে প্রশ্ন করেন, কেন তাকে একা যেতে দেওয়া হলো? কেন তাকে প্রটোকল দেওয়া হলো না? এটা পূর্বপরিকল্পিত কি না, সেটাও তদন্ত করে দেখার কথা বলেন তিনি।

ঢাবির আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক বলেন, আসিফ নজরুলের সঙ্গে যা হয়েছে পৃথিবীর সব দেশের আইন ও আন্তর্জাতিক আইনের এবং শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি৷

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, কতিপয় জয় বাংলা স্লোগানধারী যেভাবে উপদেষ্টা আসিফ নজরুলের পথরুদ্ধ করেছে শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক আইনেও সেটি ফৌজদারি অপরাধের মধ্যে পড়বে।

তিনি বলেন, ‘স্টেট টু স্টেট যোগাযোগ করে আসিফ নজরুলকে অপদস্থ করার ভিডিওটি সুইজারল্যান্ডের সরকারের কাছে পাঠানোর জন্য। তারপর বলুন, আপনার দেশের বসবাসকারী বাংলাদেশের একজন ডিপ্লোমেটিক অ্যাসাইনমেন্টকে এভাবে হেনস্তা করেছে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.