ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় গ্রামীণ অ্যাপারেল নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার মোজ্জামেল এলাকার ওই কারখানায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতায়াতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।