ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে টিকতে না পেরে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সরকার পতনের পর থেকেই একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। গ্রেফতার হচ্ছেন দীর্ঘ দেড় দশক শাসন করা রথি-মহারথিরা। এবারের ছাত্র আন্দোলনে অনেকের মতো সোচ্চার দেখা গেছে শায়খ আহমাদুল্লাহকে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় নিয়মিতভাবে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিতে দেখা গেছে তাকে। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা পৌনে ১টার দিকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই শায়খ। দুই ঘণ্টায় তার পোস্টটিতে লাইক হয়েছে ১৫৩ হাজার, কমেন্ট হয়েছে ৫.৩ হাজার এবং শেয়ার হয়েছে ১৬ হাজার।
পোস্টে তিনি লিখেছেন, ‘জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের। মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তাঁর প্রতি ঈমান আনয়ন করি।
এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন শিক্ষা নিতে পারি।’