The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

আরবের বর্ষসেরা ক্রীড়াবিদ আশরাফ হাকিমি

কাতার বিশ্বকাপে

কাতার বিশ্বকাপে পুরো বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছে আফ্রিকান দলটি। ফাইনালে ওঠার হাল না ছাড়া লড়াইটা বেশ জমেছিলো হাকিমি-জিয়েশদের। ফ্রান্সের সঙ্গে সেদিন তারা লড়েছে সমানে সমান।

বিশ্বকাপে ফাইনাল খেলার সুযোগ না হলেও মরক্কো যে বিশ্ব ফুটবলেউঠতি পরাশক্তি হতে পারে সেটার জানান ভালোভাবেই দিয়েছে তারা। আর এই রূপকথার বড় নায়ক ছিলেন মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

বিশ্বকাপে বড়সড় অবদান রেখে এবার সুখবর পেয়েছেন হাকিমি। আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরষ্কার গেছে তার ঝুলিতে। গত বছর পারফরম্যান্সে আরব দেশগুলোর অন্যান্য ক্রীড়াবিদদের ছাপিয়ে গেছেন তিনি।

গতকাল সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় ‘জয় অ্যাওয়ার্ড সেরেমনি’। সেখানে মায়ের সঙ্গে হাজির হয়েছিলেন হাকিমি। তিনি বলেন, ‘আসসালাম আলাইকুমু, এখানে এসে সত্যিই খুশি আমি। সৌদি আরব একটি বিশেষ দেশ। মায়ের সঙ্গে এখানে থাকতে পেরে আমি সত্যিই খুশ্যি। তিনি আমার পাশে আছেন। পিএসজি এবং আমার দেশ মরক্কোকেও পাশে থাকার জন্য ধন্যবাদ। এখানে এসে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। ’

ইউরোপিয়ান ফুটবলেও হাকিমি বেশ পরিচিত মুখ। খেলছেন লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির হয়ে।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.