The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

আম্পায়ারের সঙ্গে তর্ক: সোহানকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা

আম্পায়ারের সঙ্গে তর্কের কারনে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা ও পেসার হারিস রউফকে সতর্ক করা হয়েছে। বিপিএলে কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে সোহানকে এ জরিমানা করা হয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল ঘটনাটি ঘটেছে সিলেট স্ট্রাইকার্সের ইনিংসের শেষ ওভারে। রেজাউর রহমান রাজার বলে আম্পায়ার নো বল দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সোহান। বেশ কিছুক্ষণ তিনি দুই আম্পায়ারের সঙ্গে তর্ক করেন। তখন তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় হারিস রউফকেও।

এই টুর্নামেন্টে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পেলেন সোহান। আর এক পয়েন্ট পেলেই ম্যাচের নিষেধাজ্ঞা আসবে তার ওপর। রউফকে সতর্ক করা হয়েছে, দেওয়া হয়েছে একটি ডেমেরিট পয়েন্ট।

ঘটনার সময় বোলিংয়ে ছিলেন রংপুরের রবিউল হক। সিলেটের ব্যাটসম্যান রেজাউর রহমানকে প্রথম বলটি তিনি বাউন্সার দেন। আম্পায়ার তাঁকে সতর্ক করে দিয়েছিলেন যে ওভারে তাঁর পাওনা একটি বাউন্সার তিনি করে ফেলেছেন।

কিন্তু রেজাউর পরের বলটিও বাউন্সার দিলে আম্পায়ার নিয়ম অনুযায়ী ‘নো’ বল ডাকেন। এটা মেনে না নিয়ে লঙ্কান আম্পায়ার প্রাগিথ রামবুকভেলারের সাতে তর্কে জড়ান নুরুল।  পরে তাঁর সঙ্গে যোগ দেন হারিসও। এরপর আরেক আম্পায়ার গাজী সোহেল এসে পরিস্থিতি শান্ত করেন।

অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও প্রগিত রাম্বুকওয়েলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আলি আরমান রাজন দুজনের বিপক্ষে অভিযোগ দায়ের করেন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। দুজনেই শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.