ডেস্ক রিপোর্ট: গতকাল সকাল থেকেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে সঙ্গীত শিল্পী তাহসান বিয়ের পিঁড়িতে বসছেন। এরপর গণমাধ্যমে তিনি জানান, শুক্রবার গায়ে হদুল ছিল, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর শনিবার (৪ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
শনিবার রাতে সন্ধ্যায় তাহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে একটি ছবি। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
এরপর আজ তাহসানের নব পরিণীতা বধূ রোজা আহমেদ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দুইজনের কিছু হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করলেন। পোস্টে তিনি লেখেন, আমি একজন সুন্দর মানুষ পেয়েছি। তিনি চান বিশ্বাস, সম্মান এবং বন্ধুত্ব। আমি তাকে একটি ঘর উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি।
জানা গেছে, তাহসানের জীবন সঙ্গী রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। সেটি শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান খোলেন।
২০০৬ সালে তাহসান ঘর বাঁধেন অভিনেত্রী মিথিলার সঙ্গে। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই জন্ম নেয় তাদের কন্যা সন্তান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।