স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তার ইস্যুতে সাকিব আল হাসান দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি। চলতি আফগানিস্তান সিরিজের দলেও তিনি নেই। তার ক্যারিয়ার শেষ কিনা- সেটাও বলা মুশকিল।
দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের এই অবস্থা মেনে নিতে পারছেন না জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খ্যাতিমান এই গোলকিপার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিগত ১৫ বছরে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু আমিনুল কিছুতেই চান না, তার সঙ্গে যা হয়েছে সেটা সাকিবের সঙ্গে হোক।
আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ১৫ বছর বা ১৭ বছর আওয়ামী লীগ সরকার যেভাবে আমার ওপর মামলা-হামলা, শারিরীক নির্যাতন করেছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে কখনই চাই না সাকিবের মতো বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনা ঘটুক।’
সাকিব যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন, তার বিরুদ্ধে খুনের মামলাও আছে। তাই বিষয়টিকে আইনের হাতে ছেড়ে দিয়ে ন্যায়বিচার চেয়েছেন আমিনুল। তিনি বলেন, ‘এটা আমি আগেও বলেছি এখনো বলছি। তবে বিষয়টি আমাদের হাতে নেই। সাকিব আওয়ামী সরকারের ৩০০ সাংসদের একজন ছিলেন। স্বৈরাচারী সরকারের একজন সদস্য হিসেবে তাকে নিয়ে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। আমি চাই, তার সাথে যেন এমন না হয়। কিন্তু আইন আইনের গতিতে চলবে। আমরা চাই, ন্যায়বিচার হোক।’