The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪

আমাদের ভরসা আল্লাহর ওপর, হাসিনার ভরসা ভারতে : দুলু

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা বিপদে পড়লে আল্লাহর ওপরে ভরসা করি, সব মুসলিম ঈমানদাররা আল্লাহর ওপরে ভরসা করেন। আর আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের ওপরে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত। ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই, ভারতের সব দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছেমতো লুটপাট করতে পারে। আমাদের দেশকে শোষণ ও লুটপাট করতে পারে। তখন ভারতের সুবিধা হয়। এজন্যই ভারতের শেখ হাসিনার জন্য এত মায়া কান্না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। হাসিনা ভারতে বসে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এবং তাদের আত্মগোপনে থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেষ্টা চলছে। দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.