ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই আইরিশদের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগ্রেসরা। এতে উইমেন্স চ্যাম্পিয়নশিপে আরও দুই পয়েন্ট বাড়ল বাংলাদেশের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
সিরিজ জয়ের দিনে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই আজ হাসিমুখেই সংবাদ সম্মেলনে আসেন জ্যোতি। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল নিজেদের সর্বোচ্চ রান করে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতল সর্বোচ্চ রান তাড়া করে।
সংবাদ সম্মেলনে জ্যোতি তাই হাসতে হাসতে বললেন, ‘আমরা যাই করি রেকর্ড হয়ে যায়’
তৃতীয় ম্যাচে লক্ষ্যটা কি এমন প্রশ্নে জ্যোতির উত্তর, ‘পরের ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ করতে চাই, আগে কখনো কোন দলকে করা হয়নি।’