আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে শনিবার রাতে দুটি ফ্ল্যাশ বোমা বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উত্তর ইসরায়েলের শহর সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে এই হামলা হয়। তবে হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খরবও পাওয়া যায়নি।
এই ঘটনায় তিন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা না হলেও পুলিশ জানিয়েছে, নেতানিয়াহুর সমালোচকদের পক্ষ থেকে হয়েছে এই আক্রমণ।
অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সব সীমানা অতিক্রম করেছে। আজ রাতে তার বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ আরেকটি রেড লাইন অতিক্রম করেছে।
এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, নেতানিয়াহুর বাড়িতে হামলার দায় কেউ স্বীকার করেনি তবে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, পুলিশ তদন্ত শুরু করেছে।
নেতানিয়াহু যে অঞ্চলে বাস করেন সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকবার লেবাননের হিজবুল্লাহসহ অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছে বলেও জানিয়েছে ইরনা।
এর আগে গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছিল। সে সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু বা তার পরিবারের কেউ। তবে ড্রোনের আঘাতে নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলার পেছনে জড়িত ছিল ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।