ডেস্ক রিপোর্ট: জল্পনা-কল্পনার পরে দক্ষিণ আফ্রিকা টেস্ট দল বাংলাদেশে এসে সিরিজ জিতেছে। ঘরের মাটিতে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছেন নাজমুল হোসেন শান্তরা। এবার ভুলে যাওয়ার মতো স্মৃতি পেছনে ফেলে নতুন কিছুর সন্ধানে তারা বের হবেন। লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আফগানিস্তানের বিপক্ষে। সেজন্য আজ (শনিবার) বিকাল সাড়ে ৫টায় ঢাকা ছাড়বেন টাইগার বাহিনীর একাংশ। বাকিরা রোববার (৩ নভেম্বর) একই সময়ে রওনা দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
সিরিজ শুরু হবে চার দিন পরেই। রঙিন পোশাকের ক্রিকেটে শান্তরা কতটুকু ঘুরে দাঁড়াতে পারবেন, সেটিরও পরীক্ষা হবে এই সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এটা তো অবশ্যই খুবই হতাশাজনক। এগুলো থেকে বোঝা যায় আমাদের কত উন্নতির জায়গা আছে। অবশ্য পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছি, ভালো ক্রিকেট খেলেই জিতেছি। অনেকগুলো জায়গা আছে মাঠে, মাঠের বাইরে যেখানে আমাদের উন্নতি করা লাগবে।’
ওপেনার ও টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এখন যেন একটা নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে অধিনায়ক আক্ষেপ প্রকাশ করলেও সমাধান আসছে না। বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত ব্যর্থতার কারণ হিসেবে ক্রিকেটারদের মানসিকতাকেও দেখছেন। নিজের ব্যর্থতার কথাও তিনি তুলেছেন। দলের দায়িত্বে নতুন কোচ ফিল সিমন্স সেই সমস্যার সমাধান কীভাবে দেন, সেদিকেও নজর রয়েছে সবার। ব্যাটিং কোচ ডেভিড হেম্পের দিকেও তাকিয়ে সকলে।
বাংলাদেশের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।