The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫

আপাতত বিএনপির সঙ্গে আছি: কর্নেল অলি

ডেস্ক রিপোর্ট: এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি। বিএনপিকে বলবো সমমনা দলগুলোকে ডেকে একটা সমন্বিত কর্মসূচি দেন। অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে বলেন এই সময়ের মধ্যে আপনারা কাজ সম্পন্ন না করলে আপনাদের বিরুদ্ধে রাজপথে নামব।

সোমবার (১৩ জানুয়ারি) মগবাজারে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের নেতাদের ‘রেষারেষি’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কর্নেল অলি বলেন, ‘এটা দুঃখজনক। জাতীয় রাজনীতি করলে সব কথার উত্তর প্রকাশ্যে দিতে হয় না।’

নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। নতুন দল আসুক কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়।’

ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি স্থগিতের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কারো তদারকিতে বাংলাদেশ চলবে না। জনগণকে অসহায় অবস্থায় রেখে যেতে চাই না। কোনো দল বা মন্ত্রীর সেবা দাস হয়ে কাজ করব না।’

ভারতের উদ্দেশে এলডিপির চেয়ারম্যান বলেন, ‘আমাদের সঙ্গে ফাইজলামো করে কোনো লাভ হবে না। ভারত থেকে গরু, মুরগি, ডিম, পেঁয়াজ আনার দরকার নাই। নিজের উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর আস্থা রাখি।’

আর্মিকে আরও সতর্ক অবস্থানে যেতে হবে, যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে, বলেন তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.