রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিট অব বাংলাদেশের ভবনে আগুন দেওয়া হয়েছে।
দুপুর ১টার দিকে ভবনটিতে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা কীভাবে ভবনটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি।
জানা গেছে, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর কিছু পুলিশ সদস্য কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে অবস্থান নেন। এরপরই কে বা কারা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেন। ভবনটিতে এখনও কিছু পুলিশ সদস্য অবরুদ্ধ রয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু সময় পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
তবে এসব ঘটনার পর মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।