The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪

আন্দোলনকারী সন্দেহে জবির ২ শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে আন্দোলনকারী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে পুলিশ তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীদের আটকের এ ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউন থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিলো। সকাল থেকেই মানুষজন জড়ো হলে সরিয়ে দিচ্ছিলো পুলিশ। পরবর্তীতে দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে জবির প্রধান ফটকের সামনে থেকে দু’জন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় কোতোয়ালি থানা পুলিশ।

সন্দেহভাজন হিসেবে তুলে নেয়া শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্সের ১৪ তম আবর্তনের মো. অপূর্ব কর্মকার ও খন্দকার জালাল।

তবে শিক্ষার্থীদের তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

কোতয়ালী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাতবর জানান, ক্যাম্পাস বন্ধ থাকার পরও তারা ক্যাম্পাসের আশেপাশে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। তাদের মোবাইলে আন্দোলনের ছবি পাওয়া গেছে। যাচাই বাচাই করে তারপর ব্যাবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার সঙ্গে থানায় কথা হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিবে পুলিশ। সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.