আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ‘হেড অব ডিপার্টমেন্ট, ফুড সিকিউরিটি লাইভলিহুডস অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন (এফএসএল অ্যান্ড ডিআরআর)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: হেড অব ডিপার্টমেন্ট, ফুড সিকিউরিটি লাইভলিহুডস অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন (এফএসএল অ্যান্ড ডিআরআর)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাগ্রিকালচারাল সায়েন্স, অ্যাগ্রোনমি, ভেটেরেনারি, সোসিও-ইকোনমিক, রুরাল ডেভেলপমেন্ট, নৃ–বিজ্ঞান, ভূগোল, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা এনভায়রনমেন্টাল/ ক্লাইমেট সায়েন্সে স্নাতকোত্তর কোর্সওয়ার্কসহ সমপদে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা। ডেভেলপমেন্ট বা ইমারজেন্সি কনটেক্সটে লাইভলিহুড অ্যান্ড ক্যাশ অ্যান্ড ভাইচার অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে অন্তত ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রাম সাইকেল ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। প্রোপোজাল রাইটিং ও ডোনার রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে।
কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৮৭ হাজার টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চুক্তি শেষে আর্থিক সুবিধা, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতা, বিয়ে ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ সেপ্টেম্বর ২০২২।