নিটার প্রতিনিধি: “Technoxian-2023” এ “ফাস্টেস্ট লাইন ফলোয়িং (FLF)” বিভাগে ২য় রানার্স আপ পজিশন অর্জন করেছে নিটারের দল। উল্লেখ্য, এই সেগমেন্টে বাংলাদেশ এই প্রথম কোনো পদক ও অবস্থান অর্জন করেছে।
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ বা নিটারের ইইই বিভাগের দল জিনার ডায়োড এবছর আন্তর্জাতিক কন্টেস্ট টেকনোজিয়ান-২০২৩ এ অংশ নেয়। সেখানে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করে দলটি।
এই বছর, ২০টি বিভিন্ন দেশের প্রায় ১৫০০ টি দল “Technoxian-2023” প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ৮টি দেশের মোট ১৯৮টি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।
নিটারে বেশ আগে থেকে রোবটিক্স নিয়ে কাজ শুরু করলেও তা আলোর মুখ দেখেনি। তবে এবার বাংলাদেশ থেকে এই সেগমেন্টে এসে বাজিমাত করে জিনার ডায়োড নামের এই দলটি। নিটারের ঈর্ষা জাগনীয় সাফল্যে নিটারের শিক্ষার্থী থেকে শিক্ষকমহল সবাই খুবই উচ্ছ্বসিত।