মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের আয়োজনে ‘সহিংসতা, নিপীড়ন ও ভয়: বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের একটি ধারাবাহিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে ৩য় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন ড. মো: ইশতিয়াক আহমেদ তালুকদার, বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ বশির উদ্দিন আহমেদ ও গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর এইচআর ও এডমিনের সহকারী পরিচালক সামছুল আরেফিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ উমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুকসানা সিদ্দীকা।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।