যবিপ্রবি প্রতিনিধিঃ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিকেট মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ২০২৩ নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে ৬ ফেব্রুয়ারি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাবি ক্রিকেট দল। দশ ওভারের খেলায় নয় উইকেট হারিয়ে যবিপ্রবিকে ৬৯ রানের টার্গেট দেয় ঢাবি। সাবিকুন্নাহার সুইটির অধিনায়কত্বে ৬৯ রানের টার্গেটে ব্যাটিং এ মাঠে নামে যবিপ্রবি নারী ক্রিকেট দল। আট ওভার দুই বলে (৮.২ ওভার) ৯ উইকেটে জয় তুলে নেয় যবিপ্রবি’র নারী ক্রিকেট দল।
উক্ত খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় যবিপ্রবি শিক্ষার্থী ও যবিপ্রবি নারী ক্রিকেট দলের সদস্য সুমি। এসময় যবিপ্রবি নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের প্রভাষক ইশরাত জাহান এবং সহকারী কোচের দায়িত্ব পালন করেন রায়হান রাকিব।
যবিপ্রবির নারী ক্রিকেট দলের ম্যানেজার রসায়ন বিভাগের প্রভাষক ইশরাত জাহান বলেন, কোয়ালিফাই প্রত্যেকটি ম্যাচেই যবিপ্রবির নারীদল তাদের সর্বোচ্চটুকু দিয়ে ফাইনালে ওঠে।তাদের দৃঢ় মনোবল আর প্রচেষ্টাই আমরা বিজয়ী হতে পেরেছি। সহকারী কোচসহ সকল খেলোয়াড়দের নিকট আমি কৃতজ্ঞ। যবিপ্রবির নারী ক্রিকেট দল ভবিষ্যতে তাঁদের সাফল্য অব্যাহত রাখুক, সবর্দা তাঁদের সফলতা কামনা করছি।