The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

আজ সৌদি আরবে মঞ্চ মাতাবেন জেমস

ডেস্ক রিপোর্ট: সৌদি আরব সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো দেশটিতে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল জেমস। আজ শুক্রবার (২২ নভেম্বর) রিয়াদের আল-সুওয়াইদি পার্কে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন এই রকস্টার।

‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিবেন তিনি। ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন জেমস।

এর আগে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর বলেন, ‘রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন।’

উল্লেখ্য, ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সৌদি আরবে। দেশটিতে খুলে দেওয়া হয় সিনেমা হল। এরপর থেকে শুরু হয় চলচ্চিত্র উৎসব, কনসার্ট এমনকি ফ্যাশন শোও।

এর ধারাবাহিকতায় সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর।
আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ থেকে অংশ নেবেন জেমস। সেখানে তার গানের জাদুতে মাতিয়ে তুলবেন দর্শকদের।

You might also like
Leave A Reply

Your email address will not be published.