The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১লা নভেম্বর, ২০২৪

আজ পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘তুফান’

বিনোদন ডেস্ক: আজ পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় মুক্তি পাচ্ছে ‘তুফান’। সাম্প্রতিক সময়ে অন্য কোনো ঢাকাই সিনেমা পাকিস্তানের এতগুলো হলে মুক্তি পায়নি।

জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে তুফান। এ ছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পাচ্ছে ‘তুফান’। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দুতে ডাব করা হয়েছে।

‘তুফান’–এর উর্দু ট্রেলার মুক্তির পর থেকেই পাকিস্তানে ছবিটি নিয়ে শুরু হয় উন্মাদনা। ট্রেলার মুক্তির পর প্রতিক্রিয়া ভিডিও বানান দেশটির অনেক ইউটিউবার। তাঁরা সিনেমাটির অ্যাকশন, শাকিব খানের উপস্থিতির প্রশংসা করেন।

পাকিস্তানের দর্শকের মধ্যেও আগে থেকেই তুফান নিয়ে আগ্রহ লক্ষ করা যায়। ‘বাংলা সিনেমার কিং, অভিনন্দন পাকিস্তানে’, ‘স্বাগত শাকিব খান’, ‘সাপোর্ট ঢালিউডের শাকিব খান’, ‘বাংলাদেশের সুপারস্টারের অপেক্ষায়’, এমনই নানা মন্তব্য চোখে পড়েছে ‘পাকিস্তানি সিনেমা’ ফেসবুক পেজসহ দেশটির বেশ কিছু ফেসবুক পেজ ও গ্রুপে।

বড় পরিসরে ‘তুফান’ সিনেমার এ মুক্তিতে বেশ উচ্ছ্বসিত শাকিব খান। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা কিন্তু “প্রিয়তমা” দিয়ে শুরু হয়েছে। “প্রিয়তমা”র গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। “রাজকুমার”–এর ক্ষেত্রেও তাই ঘটেছে। অবশেষে পাকিস্তানি সিনেমাপ্রেমীরা তাদের সিনেমা হলে “তুফান” দেখবে, তা–ও আবার ১২৮টির বেশি পর্দায়—এটা যেন হওয়ারই ছিল। আর এটা শুধু আমার একার নয়, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দুর্দান্ত সংবাদ। পাকিস্তানি ফিল্মের বড় মাপের প্রোডাকশন হাউস আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি প্রযোজনা সংস্থার কর্ণধারকে ফোন করে তুফান নিয়ে তাদের এক্সাইটমেন্টের কথা জানিয়েছেন। সব মিলিয়ে দারুণ কিছু দেখার অপক্ষায় আছি।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.