The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫

আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ হয়ে গেলো সেন্টমার্টিন ভ্রমণ

ডেস্ক রিপোর্ট: পর্যটকদের জন্য আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে আগামী ৯ মাস সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকবে। একই সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। ফলে ফেব্রুয়ারি থেকে কোনো পর্যটকের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে না।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটিতে ভ্রমণের সময়সীমা শেষ হয়। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সাধারণত প্রতি বছরের ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু চলতি বছর দুই মাস আগেই সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সরকার। শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে পর্যটকবাহী জাহাজ চলাচল।

ভ্রমণপিপাসুদের চলাচল বন্ধ থাকার সময়ে সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদফতর। এসময় প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কার, বিশুদ্ধ পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেয়া হবে।

সেইসাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সচেতন করার পরিকল্পনাও রয়েছে কতৃপক্ষের। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.