খুবি প্রতিনিধি: আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আসছেন দেশের সুনামধন্য আলেম শায়খ আহমাদুল্লাহ। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সীরাত ‘খুলনা বিশ্ববিদ্যালয় সীরাত কনফারেন্সে ২০২৪’- এর অনুষ্ঠানে তিনি আলোচনা ও প্রশ্নোত্তর রাখবেন।
আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শুরু হবে এই সীরাত কনফারেন্স।
অনুষ্ঠানে তিন জন জনপ্রিয় ইসলামিক স্কলার আলোচনা রাখবেন। বিকাল তিনটা থেকে সন্ধা পর্যন্ত আলোচনা রাখবেন এস.এম নাহিদ হাসান এবং মাও: কবির আনোয়ার। সন্ধা ৭টায় সর্বশেষ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবে শায়খ আহমাদুল্লাহ সাহেব।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদে ছেলেদের এবং মেডিকেলের সামনে মেয়েদের জন্য আলাদা জায়গা করা হয়েছে। বিশেষ করে প্রজেক্টরের পাশাপাশি সবার জন্য উন্মুক্ত জায়গার ব্যবস্থা রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় সীরাত কনফারেন্স ২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারন মানুষের জন্য উন্মুক্ত থাকবে এই অনুষ্ঠান।