ঢাবি প্রতিনিধিঃ ১৫ দিন বন্ধ থাকার পর আগামিকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে খুলছে টিএসসির চায়ের দোকানগুলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা, বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দকৃত ১১টি দোকান এখন থেকে টিএসসি তে বসতে যাচ্ছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে দোকান খোলার কথা থাকলেও টিএসসির চা দোকানি স্বপন মামা কয়েকজন দোকানি বলেন, ‘দোকানের কাঁচামালসহ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ায় আজ চায়ের দোকানগুলো খোলা সম্ভব হয়নি। আগামীকাল থেকে চা বিক্রি হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, দোকান রেজিস্ট্রেশনের জন্য ১১টি আবেদন আসে। আমরা ১১টি আবেদনই গ্রহণ করেছি। এখন থেকে টিএসসিতে এ ১১টির বাইরে কোন দোকান বসতে পারবে না।