জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেছেন, ‘২০১৮ সালে ঢাবির খ-ইউনিটের প্রশ্নফাঁসের ঘটনায় যখন অনশনে বসেছিলাম, তখন ঢাবি কর্তৃপক্ষ বলেছে আখতার মাদ্রাসায় পড়েছে, ওর ব্যাকগ্রাউন্ড ঝামেলা আছে— এই কথা বলার মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যেকোন ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করবার নীল নকশা পরিকল্পনা আওয়ামী সরকারের ছিল।’
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ২০১৯ সালে বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয়। তাকে হত্যা করে শিবির বলে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন। কিন্তু আমরা বলেছিলাম শিবির করুক আর যাই করুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং রাজপথে নেমেছিলাম।
তিনি আরও বলেন, শিবির নাম দিয়ে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি চালু করেছিল। ছাত্রশিবির ও অন্য ছাত্র সংগঠনগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আওয়াজ তা আরও জোরালো হবে।