The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলা সেই ইউএনওকে বদলি

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে বদলি করা হয়েছে। গত বুধবার (১১ ডিসেম্বর) স্বাক্ষরিত জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন তিনি।

‘আওয়ামী লীগ ফিরে আসবে’- এমন মন্তব্য করা নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন সদরপুরের ইউএনও আল মামুন। গত বুধবার (১১ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠার পর তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। সেই ধারাবাহিকতায় আল মামুনকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলো।

ওই চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে আল মামুনকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১–১২–২০২৪ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হলো। তিনি তার দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট হস্তান্তর করবেন।

এ বিষয়ে আল মামুন শুক্রবার গণমাধ্যমকে জানান, সদরপুরের ইউএনওর পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার বিকালে পেয়েছেন। রাতে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেব।

You might also like
Leave A Reply

Your email address will not be published.