বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে মৈত্রী প্রকল্পে লজিস্টিক অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
পদের নাম: প্রজেক্ট অফিসার—লজিস্টিক অ্যান্ড প্রকিউরমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রকিউরমেন্ট–সংক্রান্ত বাজে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সমপদে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সফটওয়্যার ও টুলস ব্যবহার জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৪০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, দুটি রেফারেন্সসহ সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি recruitment@askbd.org—এ ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। এক্সিকিউটিভ ডিরেক্টর, আইন ও সালিশ কেন্দ্র, ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা বরাবর আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২।