আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।
পদের নাম: অধ্যক্ষ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান অথবা বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি বা সমমান থাকতে হবে। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা, বয়স ও বেতন স্কেল: বিধি মোতাবেক
যেভাবে আবেদন: আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, আবেদনপত্রের সঙ্গে সব সনদের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি জমা দিতে হবে।
আবেদন ফি: সব প্রার্থীকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-১০০০–এর অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ মার্চ।
পরীক্ষা: ২৬ মার্চ সকাল ১০টায় লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর ওই দিন বিকেল ৪টায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে।