বাউয়েট প্রতিনিধিঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), নাটোর উপকেন্দ্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান।
আজ সমগ্র বাংলাদেশ সহ নাটোরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নাটোর উপকেন্দ্রের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন প্রফেসর ড. ইন্জিনিয়ার রশিদুল হাসান।
নাটোর উপ কেন্দ্রের চেয়ারম্যান পদে বিজয়ী প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসান বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত প্রার্থী ছিলেন।
এছাড়াও নাটোরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সবুর-মঞ্জু পরিষদ বিপুল ভোটে এগিয়ে।