আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিটি সেন্টার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেন্টারে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কো-অর্ডিনেটর কমিউনিটি সেন্টার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেন্টার
প্রজেক্ট: সাসটেইনেবল সলিউশন অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পস
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ডেভেলপমেন্ট স্টাডিজ, লোক প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস। মানবাধিকার/ উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট কাজে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে, ক্যাম্প ম্যানেজমেন্ট বা ইমার্জেন্সি প্রোগ্রাম নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্থানীয় ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল ও রিপোর্ট তৈরিতে দক্ষ হতে হবে। ডেটা ম্যানেজমেন্ট ও এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত)
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ১ লাখ ১০ হাজার ৫৪৪ টাকা। এর সঙ্গে মোবাইল ও ইন্টারনেট বিল, মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধা পাবেন।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে অ্যাকশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংক থেকে আবেদন করতে হবে। নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সর্ম্পকে এই লিংক থেকে বিস্তারিত জানা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০২২।