জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের একজন শিক্ষার্থীকে তার আর্থিক সঙ্কট দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা।
ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ আশরাফুল পারিবারিকভাবে আর্থিক স্বচ্ছল না হওয়ায় এই উদ্যোগ নেয় তার বিভাগের শিক্ষার্থীরা। এর ফলস্বরূপ তারা আশরাফুলকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি দোকানের একটি অংশীদারিত্ব উপহার দেয়।
এই দোকানকে ঘিরে আর্থিক স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে আশরাফুল। অতি সম্প্রতি তার মা মারা যাওয়ায় তাঁদের অস্বচ্ছল পরিবার আর্থিকভাবে চরম দূর্ভোগে পড়ে৷ এমতাবস্থায় তাঁর বিভাগের শিক্ষার্থীরা স্বল্পমেয়াদী উপায় বিবেচনা না করে এই দীর্ঘমেয়াদি উপায় অবলম্বন করার সিদ্ধান্ত নেয়।
দোকান দেয়া সম্পর্কে আশরাফুল বলেন, আমি নিম্ন-মধ্যবিত্ত ঘরের সন্তান। তাই আমাকে টিউশন করিয়ে নিজের খরচ চালাতে হয়। আমি চেয়েছিলাম আব্বুকে টিএসসিতে একটি দোকান নিয়ে দেয়ার কিন্ত আমাদের পরিবারের পক্ষে দোকান দেয়ার খরচ দেয়াও একেবারে অসম্ভব।
এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আশরাফুল বলেন, টিউশনের আয় অনিশ্চিত; আজ আছে কাল নাও থাকতে পারে। যারা এই উদ্যোগটুকু নিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।
আল শাহরিয়ার শাওন, উদ্যোগ গ্রহণকারীদের একজন বলেন, আশরাফুলের পরিবারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে আমরা তাকে টিএসসির একটি দোকানের অংশীদারিত্বে রেখেছি। আমরা আশা করছি এতে করে ওর পরিবারের আর্থিক দুরবস্থা দূর হবে।
এছাড়া এই উদ্যোগে পাশে ছিলেন, আব্দুল্লাহ আল মাম্পি, আমেনা আক্তার, মুশফিকুর রহমান রিয়াদ এবং আল শাকারিয়া।