ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও অস্ট্রেলিয়ার এডিট কোয়ান বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনভবনের তৃতীয়তলার সভাকক্ষে দুপুরে অস্ট্রেলিয়ার এডিট কোয়ান বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, শিক্ষক-শিক্ষার্থীদের ট্রেনিং সংক্রান্ত ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। অস্ট্রেলিয়ার এডিট কোয়ান বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া।
অন্যদিকে অস্ট্রেলিয়ার এডিট কোয়ান বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ডেপুটি ভাইস-চ্যান্সেলর(ইন্টারন্যাশনাল) এবং ভাইস প্রেসিডেন্ট মি. জ্যাক জার্মান। এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার এডিট কোয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক ড. সৈয়দ শামস ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি ড. মোঃ আলমগীর হোসেন, রেজিস্ট্রার (ভারঃ) এইচ. এম আলী হাসান ও ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিভিশনের সদস্য ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।