The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

অভিযুক্তরা ক্যাম্পাস ছাড়লেও আতঙ্কে হল ছাড়ছে সাধারণ শিক্ষার্থীরা

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার পর আতঙ্কে হলের গণরুম থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে। অহেতুক ঝামেলা এড়াতে অনেকেই বাড়ি চলে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে দেশরত্ন শেখ হাসিনা হলের সহকারী রেজিস্ট্রার আবদুর রাজ্জাকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, আতঙ্কিত বিষয়টি এমন না। সাংবাদিকরা অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাচ্ছে। এতে শিক্ষার্থীরা ইতস্তত হয়ে সরে যাচ্ছে। সাধারণ ছাত্রীরা কি বলবে এটা ভেবে ভয় পেয়ে থাকতে পারে। ঝামেলা এড়াতে যে কক্ষে নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানকার শিক্ষার্থীরা অন্য কক্ষেও যেয়ে থাকতে পারেন।

তিনি আরো জানান, শেখ হাসিনা হলে ছয়টি গণরুমে থাকেন অন্তত ১৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে একটিতে সর্বোচ্চ
থাকেন ৩২ ছাত্রী। বাকি কক্ষে থাকেন ১৬ জন করে এবং একটিতে ১০ জন। বর্তমানে কতজন আছে সে তথ্য তিনি দিতে পারেননি। তিনি আরো বলেন, সন্ধ্যায় আয়াকে দিয়ে খোঁজ নিয়েছি গণরুমে একটু ফাঁকা, তবে এখনো অনেক ছাত্রী রয়েছেন । বিব্রতকর পরিস্থিতি এড়াতে দুই-চার জন বাড়িও যেতে পারেন। তবে সংখ্যাটা খুব বেশি না।

আবদুর রাজ্জাক বলেন, নির্যাতনে জড়িত থাকা দুই শিক্ষার্থী সানজিদা ও তাবাসসুম হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হল ছেড়েছেন। তারা কোথায় গেছেন সে বিষয়ে আমাদের জানায়নি।

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম বলেন, আমি বিষয়টি জানি না। দিনের বেলা কেউ বাড়ি গেলে সে তথ্য সংরক্ষণ করা হয় না। তবে রাতের বেলা কেউ বাড়ি গেলে সে তথ্য সংরক্ষণ করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.