বশেমুরবিপ্রবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সার্কুলার ছাড়াই অবৈধভাবে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্বদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উদ্যোগ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে মিছিল বের করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কক্ষের সামনে বিভিন্ন স্লোগান দেন এবং তাৎক্ষণিক অবৈধ নিয়োগ বাতিলের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে ফিনান্স এন্ড ব্যাংকিং বিমা বিভাগের ২০২১-২২ বিভাগের শিক্ষার্থী আযিযুর রহমান শান্ত বলেন, আপনারা অবগত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যাক্তিগত সহকারী নিয়োগ দেওয়া হয়েছে সার্কুলার বিহীন যেটা সম্পূর্ণ উপাচার্যের ব্যাক্তিগত মদদে। উনি চাচ্ছে যে এটা আমার ব্যাক্তিগত নিরাপত্তা এখানে আপনারা কথা বলার কে।তার মানে ৫ হাজার হোক ১০ হাজার হোক শিক্ষার্থীদের বাদ দিয়ে উনি একজন দোসরকে বসাতে চাচ্ছে।
ফার্মেসী ২০১৮-২০১৯ শিক্ষার্থী ওবায়দুল ইসলাম দাবী করেন ড. কলিমুল্লাহ এর প্রেসক্রিপশনে পূর্ব পরিকল্পিতভাবে এ অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে।কেন না নবীনবরণের দিন যেখানে আমাদের স্বনামধন্য ডিনরা নিচে বসে থাকে, ঐখানে শিক্ষক – কর্মকর্তাদের তুলে দিয়ে সেখানে ওরে বসতে দেওয়া লাগলো কেন।যেহেতু নিয়োগই হয়নি সেখানে আমাদের ক্যাম্পাসে সে অবস্থান করল কেন।নিয়োগের আগে উপাচার্য বাসভবনের অবস্থান করল কেন এর কি ক্লিয়ারেন্স দিতে পারবেন।
এ বিষয়ে উপাচার্য ড. মোঃ হোসেন উদ্দিন শেখরের সাথে কথা বলতে চাইলে ব্যস্ততার কারণ দেখিয়ে সাক্ষাৎ করতে রাজি হননি।