The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫

‘অবিভক্ত ভারত’ সেমিনারে বাংলাদেশ ও পাকিস্তানকে দিল্লির আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট: ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক একটি সেমিনারে পাকিস্তান, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লি আয়োজিত এই সেমিনার উপমহাদেশের ইতিহাস ও যৌথ উত্তরাধিকার উদযাপনকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে।

আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানান, ‘বিভেদ ভুলে উপমহাদেশের ঐতিহাসিক সংহতি এবং একসাথে কাজ করার উদাহরণ তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ তবে সেমিনারের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ এবং আফগানিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও সেমিনারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, পাকিস্তান ইতোমধ্যেই সেমিনারে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। বিশ্লেষকদের মতে, যদি ঢাকা এই সেমিনারে অংশ নেয়, তবে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

ভারতের আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে, যখন উপমহাদেশ ছিল অবিভক্ত। ১৮৬৪ সালের কলকাতার ঘূর্ণিঝড় এবং ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি ভয়াবহ বন্যার পর বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্যোগ মোকাবিলা এবং আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে আইএমডি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার সময় টেলিগ্রাফের মাধ্যমে সারা উপমহাদেশে আবহাওয়ার তথ্য ও সতর্কতা পৌঁছে দিত আইএমডি।

আইএমডি’র একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি, প্রতিষ্ঠার সময় যারা অবিভক্ত ভারতের অংশ ছিল, তারা এই উদযাপনে যুক্ত হোক।’
বিশেষজ্ঞদের মতে, এটি শুধু যৌথ ইতিহাসের উদযাপন নয়, বরং অঞ্চলীয় সহযোগিতা ও বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.