জবি প্রতিনিধিঃ সারাদেশে বিএনপি-জামাতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচিতেও স্বাভাবিক নিয়মেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) চলবে ক্লাস-পরীক্ষা।
সোমবার (৩০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জহুরুল ইসলাম।
তিনি বলেন, অবরোধের মধ্যেও সকল পরীক্ষা চলবে। এটা আমরা আগে থেকেই নোটিশ দিয়েছি। শুধু একটা পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেটা তারিখ দিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু হরতাল হলে তখন বন্ধের বিষয়টি বিবেচনা করা যেত। বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩৮ টা বিভাগ। তাই পরীক্ষা বন্ধ রাখার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ক্লাস পরীক্ষাএবং সকল বাস স্বাভাবিক ভাবেই চলবে। আসার সময় কোন সমস্যা হলে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা সব কিছু দেখবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক জানান, অবরোধ কর্মসূচির মধ্যেও যথারীতি চলবে শিক্ষক, শিক্ষার্থীদের বাস। সকল চালকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সকল রুটে যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলবে।
এছাড়াও দুপুরের সার্কেল বাসও যথাসময়ে চলবে। দূর থেকে আসা বাস চালকদের অবস্থা বুঝে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পরিবহন প্রশাসক।
উল্লেখ্য, রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর বিএনপি মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ কর্মসূচি দিয়েছে৷ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷