The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সম‌র্থনের আশ্বাস অস্ট্রেলিয়ার

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সম‌র্থনের কথা জা‌নিয়েছেন ঢাকা সফররত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এ কথা জানান অস্ট্রেলিয়ান মন্ত্রী।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে অস্ট্রেলিয়া।

বৈঠকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন উপস্থিত ছিলেন।

বৈঠ‌কে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুদিনের সফরকালে বাংলাদেশের অধিকারে থাকা সমুদ্র অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকসহ একাধিক ডকুমেন্ট সই হওয়ার কথা রয়েছে।

সফরকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করার কথা র‌য়ে‌ছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.