বাঙলা কলেজ প্রতিনিধি: রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসব কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, আজকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। এরপর একটি সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জায়গা ঠিক করা হবে যেখানে সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যায়।
তিনি বলেন, সাত কলেজের এসব বিষয় আলাদাভাবে দেখা হবে। তাদের জন্য আলাদাভাবে রেজিস্টার থাকবে এবং আলাদা কর্মকর্তা থাকবে। তবে এই পুরো বিষয়টি করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে আসা হবে।