বাকৃবি প্রতিনিধিঃ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী শিবলী সাদিক শাহ অকালে ইন্তেকাল করেছেন। এতে বাকৃবিতে নেমেছে শোকের ছায়া।
সোমবার (৬ আগস্ট) দিনাজপুরে চিরিরবন্দর এলাকায় তার নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। গতকাল দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয় তার।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবে রবিবার বিকেলে ইকোকার্ডিওগ্রাম করার জন্য ইবনে সিনা হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর পায়ে ব্যাথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে তাকে সেখানে ভর্তি করানো হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তির ২০ মিনিট পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
শিবলী সাদিক শাহ বাকৃবি ভেটেরিনারি অনুষদ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) সম্পন্ন করে বর্তমানে কৃষি সম্প্রসারণ বিভাগে স্নাতকোত্তরেঅধ্যায়নরত ছিলেন। সম্প্রতি তিনি একটি পুত্র সন্তানের জনক হন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে অবস্থিত। তার অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুমহল ও শিক্ষক-শিক্ষার্থীরা শোকের মাতম বইছে।