ববি প্রতিনিধি: দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহাম বড় পীর হজরত আবদুল কাদির জিলানী (রহঃ) এর ওফাত দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ৯ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে।
৯ অক্টোবর (বুধবার) থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত এ ছুটি চলবে।
রবিবার (৬ অক্টোবর) রেজিস্ট্রার মনিরুল ইসলামের সাক্ষরিত এক নোটিশ এ ছুটির বিষয়ে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও অফিসিয়াল কার্যক্রম। সেই সাথে, ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১৭ অক্টোবর থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম চলবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবা চালু থাকবে বলেও জানানো হয়।