The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ৬১ বছর বয়সে!

তাঁর বয়স যখন ১৪ বছর, তখন তিনি প্রথম বিয়ে করেন। জীবনের ৬১ বছর পার না হতেই ৮৭টি বিয়ে করে ফেলেছেন তিনি। এখন তিঁনি প্রস্তুতি নিচ্ছেন ৮৮তম বিয়ের।

তিনি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেঙকারের বাসিন্দা, নাম তাঁর কান। তিনি পেশায় একজন কৃষক। একের পর এক বিয়ে করায় অনেকে তাঁকে ‘ইন্দোনেশিয়ার প্লেবয় কিং’ নামেও ডেকে আনন্দ পান।

দেশটির সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কানের প্রথম স্ত্রী তাঁর চেয়ে বয়সে দুই বছরের বড় ছিল। বিয়ের দুই বছরের মাথায় তাঁর সাথে ওই স্ত্রীর বিচ্ছেদ হয়। ‘দুর্বল মানসিকতার’ কারণে স্ত্রী তাঁকে ছেড়ে যান। কান অবশ্য তাঁর এই ‘দুর্বল মানসিকতার’ ব্যাখ্যা দেননি।

কান স্বীকার করেন এ ঘটনায় তিনি বেশ রেগে যান। আর একারনেই তিনি চেয়েছিলেন ‘আধ্যাত্মিক’ জ্ঞান অর্জণ করতে, যাতে বহু নারী তাঁর প্রেমে পড়ে। কান আরো  বলেন, তবে তিনি এমন কিছু করতে চাননি, যা নারীদের জন্য ভালো হবে না। নারীদের আবেগ নিয়ে খেলতেও রাজি নন কান। ‘অনৈতিক কাজ না করে বিয়ে করাই ভালো’ যোগ করেন তিনি।

শিগগিরই ৮৮ বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কান। মজার বিষয় হলো, এবার তিনি তাঁর সাবেক এক স্ত্রীকে আবার বিয়ে করছেন। ওই নারী ছিলেন কানের ৮৬তম স্ত্রী। সে সময় বিয়ের এক মাসের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের। মোট ৮৭ জন স্ত্রীর ঘরে কানের কতজন সন্তান রয়েছে, তা অবশ্য জানা যায়নি।

খবরঃ এনডিটিভি

You might also like
Leave A Reply

Your email address will not be published.