The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

৬ কেজি ওজন কমালেন ঢাকাই সিনেমার নায়িকা দীঘি

ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিপ্রায় এক বছর ধরে চেষ্টা করছেন ওজন কমানোর। সেটার ফলাফলও পেয়েছেন হাতে-নাতে। দীঘি বলেন, গত জন্মদিন থেকে চেষ্টা করছি সে সময় চার কেজি কমেছিলাম। সম্প্রতি আরও দুই কেজি কমিয়ে মোট ছয় কেজি ওজন কমেছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই নায়িকা আরো বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল, চেষ্টা ছিল। সেটারই ফল পেয়েছি। গত কয়েক মাসে যেখানেই গেছি ডায়েটটা খুব মেইনটেইন করেছি। যার জন্য হয়তো পেরেছি। আরও ‍দুই কেজি কমার পর সেটা ধরে রাখলেই আমার চলবে।’

কিছুদিন আগে দীঘি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন। ওই পোস্টে জানা যায়, দীঘি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।

পরে বিষয়টি নিয়ে কথা বলেন নির্মাতা রায়হান রাফী। রাফী দীঘির শরীর নিয়েও কথা বলেন। ভক্ত ও নেতিজেনরা বিষয়টিকে বডি শেমিং হিসেবে আখ্যায়িত করেছিলেন।

তবে দীঘি এবার ওজন কমিয়ে সবাইকে চমকে দিলেন। শিগগিরই আরটিভির ওয়েব সিরিজ ‘ফেরা’র কাজ শুরু করবেন বলে জানান দীঘি।

উল্লেখ্য, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দীঘির অভিষেক হয় ২০২১ সালে। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।

You might also like
Leave A Reply

Your email address will not be published.