The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫

৫ ফুট লম্বা চুলের কারণে গিনেস বুকে ভারতীয় কিশোর

পুরুষ কিশোর হিসেবে সবচেয়ে লম্বা চুলের অধিকারী হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল। বর্তমানে তার চুলের দৈর্ষ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি। মজার বিষয় হলো এই পুরুষ কিশোর এ পর্যন্ত কখনো চুল কাটেননি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সী চাহাল। চুল পরিষ্কারের জন্য মাথা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় তাকে। সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয়। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই তার একদিনের মতো সময় লেগে যায়।

চাহাল শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন। চাহালের পরিবার এবং তার অনেক বন্ধু শিখ; তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই।

গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে চাহালকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করেন তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.