The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪

৪৫তম বিসিএস প্রস্তুতি : মডেল টেস্ট-২ [বাংলা]

শিশির আসাদঃ বাংলাদেশের  সবথেকে  বড় প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস- বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করতে সবচেয়ে বেশি প্রয়োজন পরিকল্পনা মাফিক গোছানো উপায়ে প্রস্তুতি নেওয়া। সেই প্রচেষ্টাকে ধারাবহিকতা দিতেই এই মডেল টেস্টটি সহায়ক হবে আশা করি। একই সাথে নিয়মতান্ত্রিক পড়ালেখায় আপনি যে কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় এগিয়ে থাকবেন অন্যের তুলনায়। আজ থাকছে মডেল টেস্ট-২।

১। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
ক. আপনি সপরিবার আমন্ত্রিত
খ. আপনি সপরিবারে আমন্ত্রিত
গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
ঘ. আপনি স্বপরিবার আমন্ত্রিত

২। কোনটি অপ্রপ্রয়োগ দোষে দুষ্ট নয়?
ক. সস্ত্রীক খ. অশ্রুজল
গ. অধীনস্থ ঘ. প্রতিযোগ

৩। শুদ্ধ বানান কোনটি?
ক. নিরিক্ষণ খ. নিরীক্ষণ
গ. নীরিক্ষণ ঘ. নীরীক্ষণ

৪। ‘নীপ’ শব্দের অর্থ কোনটি?
ক. কেয়া খ. টগর গ. কদম ঘ. শিউলি

৫। কোনটি স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন?
ক.ম খ.ল গ.শ ঘ.হ

৬। বই-টই নিয়ে পড়তে বসো। এখানে’বই-টই’ কী?
ক. যথাদ্বিরুক্ত খ. অনুচর দ্বিরুক্ত
গ. সমার্থক দ্বিরুক্ত ঘ. বিপরীতার্থক দ্বিরুক্ত

৭। ‘গায়েহলুদ’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি গ. অব্যয়ীভাব ঘ. দ্বিগু

৮। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
ক. প্রাকৃত লিপি
খ. খরোষ্ট্রী লিপি
গ. ব্রাহ্মী লিপি
ঘ. অশোক লিপি

৯। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
ক. বাক্যতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব
গ. শব্দতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব

১০। ‘পদ্মরাগ’ কোন ধরনের রচনা?
ক. গল্প খ. প্রবন্ধ গ. কাব্য ঘ. উপন্যাস

১১। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
ক. দীনবন্ধু মিত্র খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১২। কোনটি ঐতিহাসিক নাটক?
ক. শর্মিষ্ঠা খ. রাজসিংহ
গ. পলাশীর যুদ্ধ ঘ. রক্তাক্ত প্রান্তর

১৩। মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’ একটি—
ক. উপন্যাস খ. গল্প
গ. প্রবন্ধ ঘ. অনুবাদ নাটক

১৪। ‘যৌবনের গান’ রচনাটি প্রকৃতপক্ষে—
ক. প্রতিবেদন খ. সম্পাদকীয়
গ. পত্র রচনা ঘ. অভিভাষণ

১৫। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সালে প্রকাশিত হয়?
ক. ২০১০ খ. ২০১২
গ. ১৯৯৬ ঘ. ২০১৭

১৬। বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. মাইকেল মধুসূদন দত্ত

১৭। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক. রূপসী বাংলা খ. বেলা অবেলা কালবেলা
গ. ঝরা পালক ঘ. বলাকা

১৮। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয় পাঁচজন—
ক. সমালোচককে খ. কবিকে
গ. নাট্যকারকে ঘ. যোদ্ধাকে

১৯। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে?
ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৭৩ ঘ. ১৯৭৬

২০। ‘রোহিণী’ কোন সাহিত্যকর্মের চরিত্র?
ক. গোরা খ. কৃষ্ণকান্তের উইল
গ. যোগাযোগ ঘ. দত্তা

◾মডেল টেস্ট-২ এর উত্তর মালা
১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০.খ

You might also like
Leave A Reply

Your email address will not be published.