The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়ছে না

৪৪তম বিসিএসের আবেদনের সময় আর বাড়ানো হচ্ছে না বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। আগের নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আজ বুধবার শেষ হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার দিন। এর আগে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধি করেছিল পিএসসি।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘৪৪তম বিসিএসের আবেদনের সময় আমরা একবার বাড়িয়েছিলাম। নতুন করে সময় বাড়ানোর পরিকল্পনা নেই আমাদের।’

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি।

পরে ৩১ জানুয়ারি থেকে আবেদনের সময় বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এ সময়সীমা অনুসারে আজই শেষ হচ্ছে ৪৪তম বিসিএসের আবেদন।

৪৪তম বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এ বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে ৭৭৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৭ মে।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.