The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪

৪১তম বিসিএসে অযাচিত হাজিরা, প্রার্থিতা বাতিল করল পিএসসি

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন ও হাজিরাবহির্ভূত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের নিবন্ধন নম্বর প্রকাশ করেছে পিএসসি। নিবন্ধন নম্বরগুলো হলো ১৪০১৩০৩৩, ১১০৩৭৬৫৯, ১১১৩১৯৪৯ ও ১২০১১৫৫৩।

১৪০১৩০৩৩ নিবন্ধনধারী প্রার্থীর ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া বাকি প্রার্থীদের ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিলের পাশাপাশি ২০২১ সালের পরের ১ বছর পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আলো বলা হয়েছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে ৪১তম বিসিএসের বিজ্ঞাপনের ৪৩ (৬) নম্বর অনুচ্ছেদ, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪–এর শর্ত এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০ অনুযায়ী কমিশন কর্তৃক এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.