The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

৩ কারণে ভর্তিতে জিপিএ বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে জিপিএ’র শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা।

ভর্তি আবেদনে জিপিএ’র শর্ত বাড়ানোর বিষয়ে যোগাযোগ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সাথে। শিক্ষকরা জিপিএ’র শর্ত বাড়ানোর তিনটি কারণ জানিয়েছেন। তবে তারা কেউ নামা প্রকাশ করতে চাননি।

ভর্তি সংশ্লিষ্ট শিক্ষকরা জিপিএ বাড়ানোর প্রথম কারণ হিসেবে জানিয়েছেন, গত ৭/৮ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিসংখ্যান থেকে তারা জেনেছেন যে, এই বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৪ প্রাপ্তরাই কেবল ভর্তির সুযোগ পেয়ে থাকেন। অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে যারা আলাদাভাবে জিপিএ ৪ কিংবা এর বেশি পেয়েছে কেবল তারাই ভর্তির সুযোগ পায়। এর কম জিপিএ প্রাপ্ত কেউ ভর্তির সুযোগ পায় না। তাই এবার জিপিএ’র শর্ত বাড়ানো হয়েছে।

দ্বিতীয় কারণ হিসেবে শিক্ষকরা বলছেন, যেহেতু কম জিপিএ প্রাপ্তরা ভর্তির সুযোগ পাচ্ছে না; সেহেতু এই শিক্ষার্থীরা শুধু আবেদন করছে। আবেদনের ফলে তাদের একটা আর্থিক ক্ষতি হচ্ছে। এই অর্থের যেন অপচয় না হয় সেদিকটি বিবেচনা করে জিপিএ’র শর্ত বাড়ানো হয়েছে।

সবশেষ কারণ হিসেবে শিক্ষকরা বলেন, অনেকেই অভিযোগ করেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হয় না। এখানে কেবল কম জিপিএ প্রাপ্তরাই ভর্তি হয়। শিক্ষাবিদ এবং সাধারণ মানুষ যেন এই অভিযোগ আর না করতে পারেন সেজন্য আবেদনের যোগ্যতা বাড়ানো হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ৩ কারণে ভর্তিতে জিপিএ বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৩ কারণে ভর্তিতে জিপিএ বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে জিপিএ’র শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা।

ভর্তি আবেদনে জিপিএ’র শর্ত বাড়ানোর বিষয়ে যোগাযোগ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সাথে। শিক্ষকরা জিপিএ’র শর্ত বাড়ানোর তিনটি কারণ জানিয়েছেন। তবে তারা কেউ নামা প্রকাশ করতে চাননি।

ভর্তি সংশ্লিষ্ট শিক্ষকরা জিপিএ বাড়ানোর প্রথম কারণ হিসেবে জানিয়েছেন, গত ৭/৮ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিসংখ্যান থেকে তারা জেনেছেন যে, এই বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৪ প্রাপ্তরাই কেবল ভর্তির সুযোগ পেয়ে থাকেন। অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে যারা আলাদাভাবে জিপিএ ৪ কিংবা এর বেশি পেয়েছে কেবল তারাই ভর্তির সুযোগ পায়। এর কম জিপিএ প্রাপ্ত কেউ ভর্তির সুযোগ পায় না। তাই এবার জিপিএ’র শর্ত বাড়ানো হয়েছে।

দ্বিতীয় কারণ হিসেবে শিক্ষকরা বলছেন, যেহেতু কম জিপিএ প্রাপ্তরা ভর্তির সুযোগ পাচ্ছে না; সেহেতু এই শিক্ষার্থীরা শুধু আবেদন করছে। আবেদনের ফলে তাদের একটা আর্থিক ক্ষতি হচ্ছে। এই অর্থের যেন অপচয় না হয় সেদিকটি বিবেচনা করে জিপিএ’র শর্ত বাড়ানো হয়েছে।

সবশেষ কারণ হিসেবে শিক্ষকরা বলেন, অনেকেই অভিযোগ করেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হয় না। এখানে কেবল কম জিপিএ প্রাপ্তরাই ভর্তি হয়। শিক্ষাবিদ এবং সাধারণ মানুষ যেন এই অভিযোগ আর না করতে পারেন সেজন্য আবেদনের যোগ্যতা বাড়ানো হয়েছে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন