The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আজ রাত ১০টার পর ফল জানতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে খুদে বার্তার মাধ্যমেও ফল জানানো হবে।

আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক গত ৫ ও ৬ মে তারিখে গৃহীত সপ্তদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আজ অপরাহ্নে প্রকাশ করা হয়।

প্রার্থীরা পরীক্ষার ফলাফল এই দুটি ওয়েবসাইট এবং (http://ntrca.teletalk.com.bd/result/) থেকে আজ রাত ১০টার পর জানতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে খুদে বার্তার মাধ্যমেও ফল জানানো হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.